মালয়েশিয়ায় নিহত ৩ শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পেল
অনলাইন নিউজ ডেক্স
হাইকমিশনের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিবার। শনিবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিহত প্রবাসীরা হলেন-শরীয়তপুর জেলার জাহেদুল খান, মো. সাজ্জাদ হোসাইন ও পাবনা জেলার মনিরুল ইসলাম।
তিন কর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই শ্রমিকরা কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২ নভেম্বর মাটিচাপা পড়ে মৃত্যুবরণ করেন। ৩ নভেম্বর হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতালে সংরক্ষিত লাশ পরিদর্শন করেন।
হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ আদায় করা হয়। ক্ষতিপূরণের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে ক্ষতিপূরণের অর্থ ৯ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।