আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় আছেন যে তিন তারকা, বাদ মাহমুদউল্লাহ
অনলাইন নিউজ ডেক্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৭তম আসরের নিলাম আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন।
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন। যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ১১৯ জন।
সংক্ষিপ্ত এই তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন। নিলামে বাংলাদেশ থেকে নাম পাঠান ৬ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন।
আইপিএলের আসন্ন আসরে খেলার জন্য নাম পাঠান- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন- তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।