ইউনাইটেড নেশন সেশন-ওয়ানের পুরস্কার বিতরণী
অনলাইন নিউজ ডেক্স
ইউনিভার্সিসি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স এর বারিধারা ক্যাম্পাসে মডেল ইউনাইটেড নেশন সেশন-ওয়ানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার ১৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩৫৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ারর্স কাউন্সিল। এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ও প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট চেয়ারপারসন এনামুল হক সরকার।
এনামুল হক সরকার দেশের ছাত্রছাত্রীদের মধ্যে কূটনৈতিক দক্ষতা অর্জন, বাংলাদেশকে বিশ্বপরিমন্ডলে মাথা উচু করে দাড়াতে শিক্ষার্থীর উদ্বুদ্ধকরণ ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
আইইউবইর শিক্ষার্থী ফারজিয়া জান্নাত তায়েবা মডেল জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। মডেল জাতিসংঘ সেশন-ওয়ানে বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট স্পেশাল মেনশন, অনারেবল মেনশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।