গাজার গির্জায় আটকা পড়েছেন ব্রিটিশ এমপির পরিবার
অনলাইন নিউজ ডেক্স
যুক্তরাজ্যের এক এমপির পরিবার গাজার একটি ক্যাথলিক গির্জায় আটকা পড়েছেন। লিবারেল ডেমোক্রেট এমপি লায়লা মোরান বলেছেন, হলি ফ্যামিলি চার্চে পানি ও খাবারের অভাবে তার পরিবার ‘মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে’। খবর বিবিসির
এটি গাজার একমাত্র ক্যাথলিক গির্জা। যেখানে শনিবার ইসরাইলি স্নাইপাররা গুলি করে এক মা ও তার মেয়েকে হত্যা করেছে বলে জানিয়েছেন মোরানের স্বজনরা।
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট থেকে বলা হয়, দুই খ্রিস্টান নারী নাহিদা এবং তার মেয়ে সামার গির্জা প্রাঙ্গনের একটি ভবনের দিকে হেঁটে যাওয়ার সময় ইসরাইল বাহিনী তাদের গুলি করে হত্যা করে।
ইসরাইল বাহিনীর হামলায় আরও সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ওই গির্জা থেকে লোকজনকে সরে যেতে ইসরাইলি বাহিনী কোনো ধরণের সতর্কবার্তা জারি করেনি বলেও জানিয়েছে লাতিন প্যাট্রিয়ার্কেট।
নিজের পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবিসিকে এমপি মোরান বলেন, আমি জানি না তারা বড়দিন পর্যন্ত বেঁচে থাকবে কিনা। গাজায় মোরানের পরিবারের ছয় সদস্য রয়েছেন। যাদের মধ্যে গত মাসে মারা যান তার দাদা। অসুস্থ হয়ে হাসপাতালে যেতে না পেরে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। বাকি পাঁচজন গির্জায় আটকে আছেন এবং তাদের কাছে খাবার বা পানি নেই।
প্রসঙ্গত, জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট হলো ওই অঞ্চলে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ আঞ্চলিক কার্যালয়। এটি ইসরাইল, ফিলিস্তিন, সাইপ্রাস ও জর্ডান এর ক্যাথলিকদের দেখভাল করে থাকে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।