হরিণাকুণ্ডুতে সতন্ত্রপ্রার্থীর অফিস ভাঙচুর, থানায় মামলা
অনলাইন নিউজ ডেক্স
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দফায় দফায় হামলার শিকার হচ্ছেন সতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুল এর পক্ষের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের সামনে সতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুল এর নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে বলে জানান,উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল। তিনি বলেন,সতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুল এর অফিসে থাকা কালিন সঙ্গবদ্ধ একদল নৌকা মার্কার শ্লোগান দিতে দিতে এসে আমাদের উপর চড়াও হন। এসময় আমরা কারণ জানতে চাইলে আমাকে মারধর করেন বলেও জানান ঐ যুবলীগের আহবায়ক।
উল্লেখ্য গত ৫ই ডিসেম্বর সতন্ত্রপ্রার্থীর পক্ষে ভোট করাই উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মশিউর রহমান জোয়াদ্দারের গাড়ী বহরে হামলা করে বলেও সংবাদ সম্মেলনের মাধ্যম জানা যায়। তবে সতন্ত্রপ্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। যার মামলা নং ০৭.
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান জানান, হরিণাকুণ্ডু সাবরেজিস্ট্রি অফিসের সামনে একটা দোকান নিয়ে ৫/৭ জনলোক বসে থাকা অবস্থায় প্রতিপক্ষর লোকজন কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েলসহ একজন বয়স্ক ব্যাক্তিকে লাঞ্ছিত হয় বলে খবর পেয়ে, ঝিনাইদাহ সার্কেল অফিসার,সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। উদ্ভট এই পরিস্থিতিতে ভুক্তভোগী থানায় একটি মামলা করেছেন। ইতিমধ্যে তিন জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।তাছাড়াও আমাদের অভিযান অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।