কালিয়াকৈরে শাসনের পরিবর্তে শোষণ করা হয়েছে: জাহাঙ্গীর আলম


গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আ ক ম মোজাম্মেল হক কালিয়াকৈরে ৫ বছরের এমপি ও ১০ বছর মন্ত্রী ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যাকে আমরা মন্ত্রী বানিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি, যাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে এলাকার মানুষের শাসনের জন্য নিয়ে এসেছিলাম। দীর্ঘ ১৫ বছর শাসনের নামে মানুষকে শোষণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার ভান্নারা, মধ্যপাড়া, বোয়ালি, ফুলবাড়িয়া, চাপাইর, কালিয়াকৈর বাসস্ট্যান্ড, সূত্রাপুর বালির মাঠ, দেওয়াইর বাজার, গোসাত্রা, বলিয়াদী ও সফিপুর বাজার এলাকায় গণসংযোগের সময় তিনি ওইসব কথা বলেন। গাজীপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনি প্রচারণায় এসে জাহাঙ্গীর আলম একথা বলেন। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পথসভায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এমদাদ হোসেন তুলা।