মুন্সীগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।মঙ্গলবার ২ জানুয়ারী দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর আল আমিন মার্কেটে।বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: দুলাল মিয়ার সভাপতিত্বে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণায় দোয়া ও মোনাজাত করে তোবারক বিতরণ জন্য ১২ পাতিল (ডেক)খিচুড়ি রান্না করা হয়।১২ পাতিল (ডেক)খিচুড়ি রান্না করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা ২০০৮ এর ৬ ধারায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।পরে ১২ পাতিল (ডেক) রান্না করা খিচুড়ি আশেপাশের বিভিন্ন এতিমখানায় দেওয়ার নির্দেশ প্রদান করেন।এ-সময় অনুষ্ঠানটি ছত্র ভঙ্গ হয়ে যায়। এ বিষয়ে ট্রাক প্রতীকের দোয়াও মোনাজাত অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।পরে উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মইনুল হাসান নাহিদ এসে পুনরায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক করেন।এ-সময় উপস্থিত উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মো: সুমন মোল্লা,সাধারণ সম্পাদক ওয়াসিম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।