বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক শতাধিক অভিবাসী


মালয়েশিয়ার লিটল ইন্ডিয়াখ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুরে ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত অভিযানে আটকদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে। এতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন সে সংখ্যা জানা যায়নি। অভিবাসন উপমহাপরিচালক (অপারেশন্স) জাফরি এমবোক ত্বহা বলেন, ওই এলাকার ৩৫ জন নারীসহ ৩৭০ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলংকান, মিয়ানমার এবং নেপালি নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ২২৪ জন কর্মকর্তা ও কর্মী দুপুর ১টায় শুরু হওয়া অভিযানে বাসস্থান, পোশাকের দোকান, রেস্তোরাঁ, সেলুন, সৌন্দর্য সরবরাহের দোকানসহ ৩০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়।