জামিনে মুক্ত দাগনভূঞা বিএনপির সভাপতি আকবর
অনলাইন নিউজ ডেক্স
ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। ১ মাস ২১ দিন কারাগারে থাকার পর তিনি সোমবার ফেনী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
মুক্তি পেয়ে আকবর হোসেন বলেন, আমি কারাগারে থাকা অবস্থায় দাগনভূঞা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন সফল করেছেন। তার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় তিনি তার গ্রেফতার ও তার বাড়িতে হামলার ঘটনায় ফেনী জেলা ও দাগনভূঞা উপজেলা বিএনপির কিছু নেতাকে দোষারোপ করেন। তিনি বলেন, জেলার ও উপজেলা বিএনপির কয়েকজন নেতার ইন্ধনে তাকে যুবলীগ-ছাত্রলীগ ঘেরাও করে। তার গ্রেফতারের পর তার বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করে বাড়িতে ফেরার পথে দাগনভূঞা মোক্তার বাড়ির দরজা নামক স্থানে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।