নাটোরে শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ


শীত এলেই যেন ছিন্নমূল গরীব মানুষের কষ্ট কয়েক গুন বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানা উপায়ে শীত নিবারন করলেও ছিন্নমূল শীতার্ত মানুষরা পড়েন চরম বিপদে। তাই ছিন্নমূল, অসহায়-গরীব শীতার্ত মানুষের পাশে লেপ নিয়ে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘শীতের হাসি’। রোববার (২১ জানুয়ারি) রাতে \'শীতের হাসি\' সংগঠন সদর উপজেলা পরিষদ চত্বরে কয়েকজন শীতার্ত মানুষের হাতে এসব লেপ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। এসময় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ‘শীতের হাসি’র সভাপতি ও গণমাধ্যমকর্মী মো. মামুনুর রশীদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। নাটোর জেলার বিভিন্ন উপজেলার ছিন্নমূল, অসহায়-গরীব শীতার্ত মানুষের হাতে \'শীতের হাসি\' তুলে দিচ্ছে লেপ। প্রচন্ড শীতে শীতার্ত মানুষগুলো লেপ পেয়ে আনন্দিত। ‘শীতের হাসি’ সংগঠনের সভাপতি ও সংবাদকর্মী মো. মামুনুর রশীদ জানান, ২০১৯ সালে নিজ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের কথা ভেবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তিনি। এটি একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত ৪ বছর থেকে নাটোর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়-গরীব শীতার্ত পরিবারকে একটি করে লেপ ও লেপের কাভার প্রদান করে আসছেন। প্রতি বছর ১০০ অধিক শীতার্ত পরিবার গুলোকে প্রদান করছি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের এই সংগঠনের কাজ। আমাদের এ কাজে সমাজের বিত্তবানরাও যদি এগিয়ে আসলে শীতার্ত মানুষগুলো শীত থেকে রক্ষা পাবে। উল্লেখ, স্থানীয় সংবাদকর্মী মো. মামুনুর রশীদ ২০১৯ সালে \'শীতের হাসি’ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রথম নিজের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। পরবর্তীতে সমাজের বিত্তবান, ধনী ও জনপ্রতিনিধিদের আর্থিক সহায়তায় বড় পরিসরে লেপ বিতরণ শুরু হয়। নাটোরে \'শীতের হাসি\' শীতার্ত মানুষের কাছে ভালোবাসার নাম।