মুক্তি পেলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা
অনলাইন নিউজ ডেক্স
জামিনে কারামুক্তি পেয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি জোটের সমন্বয়ক ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
রোববার জোটের এই শীর্ষ নেতা হাইকোর্ট থেকে জামিন পান। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে আসায় তিনি এই কয়েকদিন মুক্তি পাননি। আজকেও দীর্ঘ ছয় ঘণ্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সৈয়দ এহসানুল হুদা। জেলগেটে জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন।
গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের সাবেক এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।