সব সময় বাংলাদেশের পাশে থাকবে ডেনমার্ক: রাষ্ট্রদূত
অনলাইন নিউজ ডেক্স
আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার।
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্ক অন্যতম অংশীদার। এ উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করে যাবে তার দেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য ও মানবাধিকার রক্ষায় ডেনমার্ক আগের মতো সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় কানাডার হাইকমিশনারও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মতপ্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়েছে। এ সংকটে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে কানাডা।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর কানাডার হাইকমিশনার লিলি নিকলস গণমাধ্যমকে এ কথা বলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।