রাজশাহীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৩
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী জেলার দুর্গাপুরে যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত খলিলুর রহমান (৫৪) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের মৃত মরু চৌকিদারের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের ইনছের আলী (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও সন্তান মোনজেদ আলী (৩০)।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, খলিল সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। ওই রাতেই নিহতের শ্বশুর বাদি হয়ে থানায় ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত ইনছের, মনোয়ারা ও মোনজেদকে গ্রেপ্তার করে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
ওসি খাইরুল ইসলাম আরও বলেন, বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী মুনজের আলীর সঙ্গে গত রোববার বিকেলে দ্বন্দ্ব বাঁধে খলিলের। এ সময় দুইজনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে খলিলের মাথায় আঘাত করেন প্রতিবেশী মোনজেদ আলী। পরে আহত খলিলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে সে মারা যায়।
মঙ্গলবার বিকেলে খলিলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের পর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।