চাঁপাইনবাবগঞ্জে বস্তায় মাদক পাচারের সময় মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জে বস্তায় পেঁচিয়ে মাদক বহনের সময় মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫।ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু সহ তার উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসছে এ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা টোল প্লাজার সামনে পূর্ব পরিকল্পনা মোতাবেক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় অভিনব কায়দায় গাঁজা বহন করে অন্যত্র যাওয়ার প্রাক্কালে আভিযানিক দলের নিকট উক্ত আসামি গাঁজাসহ হাতেনাতে আটক হয়। ১১ ফেব্রুয়ারি সকাল ০৭:০০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে (অভিনব কায়দায়) মাদক বহনের সময় আসামী ১। মোঃ জুয়েল (২৫), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-মোছাঃ রুবিআরা বেগম, সাং-বিশ্বনাথপুর (বাখের আলী), ইউপি-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।