মাগুরা জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত


আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ \'চাঁদের হাট\' এ অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বমোট ৫ টি ক্যাটাগরিতে ৯২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এ পুরস্কার প্রদান করা হয়। জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন যে, মাগুরা জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল শিক্ষার্থীকে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হয়ে গড়ে উঠতে হবে। এ বিষয়ে অভিভাবকবৃন্দকেও এগিয়ে আসতে হবে। এছাড়া, আগামী ০১ ও ০২ মার্চ, ২০২৪ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা 16th NDF BD National Debate Carnival\'24 এ মাগুরা জেলা থেকে ৪২ জনের একটি চৌকশ দল অংশগ্রহণ করবে। এ দলকে উৎসাহ প্রদানে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ তাদের প্রত্যেকের সাথে সাক্ষাত, কুশলাদি বিনিময় ও পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসন বিশ্বাস করে যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় মাগুরা জেলা দল সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখব।