জুয়া খেলায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে পেটালেন যুবলীগ নেতা
অনলাইন নিউজ ডেক্স
গাজীপুরের টঙ্গীতে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতা এসএম মশিউর রহমান মাসুমকে মারধরের অভিযোগ উঠেছে ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টায় চেরাগআলী রিকশাস্ট্যান্ড এলাকায়। এতে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মশিউর রহমান মাসুম জানান, রাতে তিনি চেরাগআলী হয়ে ঢাকার উত্তরা যাচ্ছিলেন। এ সময় চেরাগআলী রিকশাস্ট্যান্ডে বোর্ড বসিয়ে জুয়া খেলা হচ্ছে দেখে তিনি প্রতিবাদ করেন। এ সময় তিনি জুয়ার বোর্ড বন্ধ করতে জুয়াড়িদের বাধ্য করেন।
পরে খবর পেয়ে গাজীপুর মহানগরীর ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হোসেন, আল-আমিন, মোবারক হোসেনসহ ৪-৫ জন নেতাকর্মী এসে প্রিন্স রেস্তোরাঁয় বসে থাকা ছাত্রদল নেতা মাসুমকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে আহত করেন। এতে পথচারী ও রেস্তোরাঁর লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ছাত্রদল নেতা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
যোগাযোগ করা হলে অভিযুক্ত ইসমাইল হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, মাসুম আমার পূর্ব পরিচিত। তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়ে গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।