বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন শ্রীলংকান অধিনায়ক
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ২০৭ রান তাড়ায় ৩ রানে হারে।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এদিন খেলা শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, প্রথমে আমরা ব্যাটিংয়ে ২-০২৫ রান কম করেছি। কামিন্দু মেন্ডিস রান আউট হওয়ায় আমরা চাপে পেড়ে যাই।
লংকান অধিনায়ক আরও বলেন, ম্যাচ জিততে হলে আমাদের ব্যাটসম্যানদের আরও বেশি রান করতে হবে। কন্ডিশন অনুসারে আমাদের খেলতে হবে। এই কন্ডিশনে বোলারদের বোলিং করা খুবই কঠিন।
গত নভেম্বরে ভারত বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচেই ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টাইমডআউট হন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চলতি সিরিজে তার অন্তর্ভূক্তি নিয়ে আসালঙ্কা বলেন, সে এখন একজন অভিজ্ঞ এবং সে দলের জন্য সেরাটা উজার করে দেয়।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় আসালঙ্কা বলেন, আজকের খেলায় বাংলাদেশ কৃতিত্ব দিতেই হবে। তাদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস অসাধারণ ভালো ব্যাটিং করেছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।