জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির আক্ষেপ
অনলাইন নিউজ ডেক্স
দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। তবে এই অভিনেত্রীর আক্ষেপ হলো- দর্শক ছাড়া কেউ তাদের কাজের মূল্যায়ন করেনি।
এ বিষয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন খুশি। সেখানে তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘মেন্টাল ফ্যামেলি’ নাটকের একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘দর্শক ছাড়া, কেউ মূল্যায়ন করেনি, আমাদের কাজের। সব সময় একটা বিমাতাসুলভ আচরণ অবাক শুধু নয়, আহত করেছে বার বার।’
তবে ভক্তরা খুশিকে আহত না হতে অনুরোধ জানিয়েছে বলেছেন, আপনাদের মতো গুণীশিল্পীদের অভিনয়ে সব সময় আমরা মুগ্ধ। আপনারা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমরা আপনাদের পাশে আছি।
তোপায়েল আহমেদ মাসুম নামে এক অনুরাগী লেখেন, ‘দুঃখ পাবেন না, প্রকৃত অর্থে আপনাদের অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। আজকালের নাটক বা সিনেমা মানুষ কয়দিনই বা মনে রাখে। আপনাদের নাটকগুলো মানুষ যুগ থেকে মনে রাখে’।
যুবরাজ নামের আরেকজন লিখেছেন, ‘অভিনয়ে অস্কারের চেয়ে বড় কোনো সম্মাননা থাকলে আপনি সেটাই ডিজার্ভ করেন খুশি আপা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের শিল্পীদের আমরা কদর দিতে জানি না। চিরকাল মনে থাকবে আপনার অভিনয়। আপনি প্রমাণ করেছেন, দর্শক ভালোবাসা বা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি লাগে না, লাগে অভিনয়’।
রাকিবুল হাসান রাসেল লিখেছেন, ‘আপনাদের এটা অভিনয় নয়, আমাদের জীবনের জীবন্ত গল্পের উপস্থাপন। আর কেউ না হোক দর্শক হিসেবে আমরা সব সময় আপনাদের জন্য শুভকামনা জানাই। আপনারা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে হৃদয়ে’।
প্রসঙ্গত শাহনাজ খুশি তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন নব্বইয়ের দশকের দিকে। পরবর্তী সময়ে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এ অভিনেত্রী। তিনি ভবের হাট, সাকিন সারিসুরি, হারকিপ্টে, গরুচোর, হারাধনের একটি বাগান, পাল বাড়িসহ একাধিক নাটকে অভিনয় করেছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।