মাগুরায় মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ফল ব্যবসায়ীকে জরিমানা


মাগুরা সদরের ঢাকার রোড এলাকায় আজ শনিবার (১৬ মার্চ ২৪) দুপুরে গৌরব ফল ভান্ডার নামে একটি ফলের দোকানে অভিযান চালিয়ে ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদের অভিযোগে গৌতম সিকদার নামে এক ফল ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স গৌরব ফল ভান্ডার নামে একটি দোকানের গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও বাজার নিয়ন্ত্রন অফিসের যৌথ ভ্রাম্যমান দল। এ সময় গোডাউনে রক্ষিত মেয়াদোত্তীর্ণ ১২০ বস্তা খেজুর জব্দ করা হয়। ইরাক থেকে আমদানি হওয়া জব্দকৃত খেজুরগুলো ২০২৩ সালে মেয়াদো তীর্ণ হয়েছে। সেগুলিকে কৌশলে কালো কালি দিয়ে মুছে দিয়ে নতুন করে মেয়াদ লিখে বাজারে বিক্রি করছিল ব্যবসায়ী গৌতম । ভ্রাম্যমান আদালতের টিম হাতেনাতে ওই খেজুর আটক করে এবং মালিক গৌতম শিকদার এর স্বীকারোক্তির ভিত্তিতে এক লাখ টাকা জরিমানা ও অনাদায় তিন মাসের জেল এর শাস্তি প্রদান করেন। মেয়াদোত্তীর্ণ প্রায় ৬ লাখ টাকা মূল্যের খেজুর জব্দ করা হয়েছে।