জি-৭ জোটকে ধন্যবাদ জানাল ফিলিপাইন


বিগত কয়েক মাস ধরেই দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে তীব্র বিরোধ চলছে চীন ও ফিলিপাইনের মধ্যে। এমনকি বেশ কয়েকবার বিতর্কিত জলসীমায় মুখোমুখি সংঘর্ষেও জড়িয়ে পড়েছিল দেশ দুটি। তবে বরাবরই এই সাংঘর্ষিক অবস্থার জন্য ফিলিপাইনকে দায়ী করে থাকে চীন। এমন অবস্থায় ম্যানিলার পাশে দাঁড়িয়েছে উন্নত অর্থনীতির সাতটি বড় দেশের গ্রুপ জি সেভেন জোট। ফিলিপাইনকে সমর্থন জানিয়ে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ এবং ভয় দেখানোর কার্যকলাপের বিরোধিতা জানিয়েছে জি৭ জোট। আর জি সেভেনের সমর্থনে জোটটিকে ধনবাদ জানিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনভিত্তিক গণমাধ্যম ফিলিস্টার গ্লোবাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের ভিত্তিহীন এবং বিস্তৃত দাবি প্রত্যাখ্যান করতে এবং সমুদ্রে চীনের অবৈধ কার্যকলাপ বন্ধের জন্য আহ্বান জানায় জি সেভেন জোট। জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স (ডিএফএ)।