মিরপুরে ভ্রাম্যমান আদালতে ফাইভ স্টার ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
অনলাইন নিউজ ডেক্স
অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে পুকুর ও মাঠের জমির মাটি ক্রয় এবং ইটভাটায় কাঠ পোড়ানোর ঘটনায় তেঘরিয়ার ফাইভ স্টার ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১মে ) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ফাইভ স্টার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম। মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনিবন্ধিত ভাটাটির মালিক পক্ষ মিরপুর উপজেলার বিভিন্ন এলাকাতে অবৈধভাবে স্কেভেটার দিয়ে কৃষি আবাদি জমি এবং পুকুরের মাটি ক্রয় করে আসছিল। এছাড়াও অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য ক্ষতিসাধন করে আসছিল। উক্ত ভাটাটির কোন নিবন্ধন নেই। এছাড়াও বিভিন্ন এলাকায় অবৈধ স্টেয়ারিং ট্রলির মাধ্যমে তারা বেপরোয়াভাবে ইটভাটায় মাটি ক্রয় করে বিভিন্ন এলাকার সড়কের ক্ষতি সাধন করছিল। ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মেশকাতুল ইসলাম বলেন, অবৈধ ফাইভ স্টার ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান উপজেলার প্রত্যেকটি এলাকায় অব্যাহত থাকবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।