কেন্দুয়ায় তামাক নিয়ন্ত্রণে নাটাব এর মতবিনিময় সভা
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ মে) দুপুর ১টার দিকে কেন্দুয়া পৌরসভার হলরুমে জাতীয় যক্ষ্ম নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আসাদুল হক ভূঞা। নাটাব এর কেন্দুয়ার সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাটাব এর প্রজেক্ট ম্যানেজার মো. ফিরোজ আহমেদ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মাখবুল রাকিব সুমন প্রমুখ। এর আগে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে নাটাব। ওই সভায় নাটাব এর কেন্দুয়ার সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার সাহা, নাটাব এর প্রজেক্ট ম্যানেজার মো. ফিরোজ আহমেদ, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।