ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত বিভিন্ন ইসলামী দলের গভীর শোক
অনলাইন নিউজ ডেক্স
ইরানের উত্তরাঞ্চলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সকল আরোহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের রূহের মাগফিরাত কামান করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। খেলাফত মজলিস : খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ সোমবার এক যৌথ শোক বাণীতে বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মর্মান্তিকভাবে নিহতের ঘটনা ইরান ও ইরানী জনগণের জন্য একটি শোকাবহ ঘটনা। শোকবাণীতে নেতৃদ্বয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ নিহত সকলের প্রতি শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানী জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : গতকাল ইরানের উত্তরাঞ্চলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ অন্যান্য ব্যক্তিবর্গ নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান খান, শায়খুল হাদিস মাওলানা ওলি উল্লাহ কাসেমী ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও ইরানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইরানের শীর্ষ নেতাদের এমন মৃত্যুতে বিশ্ব রাজনীতির বিশেষত মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ইরান শুধু মুসলিম বিশ্বের নয় গোটা পৃথিবীর একটি প্রভাবশালী দেশ এবং ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ইসরাইলের জায়নবাদী সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ড প্রতিরোধে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। তাই তাদের এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ইসরাইল, আমেরিকা ও ভারতের গোপন সন্ত্রাসী , হামলার দরুন এই দুর্ঘটনা জনিত হত্যাকান্ড! তা তদন্ত করে দেখার দাবি জানান নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মুসলিম লীগ : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের। নেতৃদ্বয়, এক শোক বার্তায় বলেন, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে পুরো মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের জনগণও শোকাহত। ইরান সরকার কর্তৃক ৫দিনের শোক ঘোষণার সাথে বাংলাদেশের জনগণও একাত্মতা ঘোষণা করছে। এই দুঃসময়ে বাংলাদেশের জনগণ ইরানের শোকাহত জনতার পাশে থাকবে। আমরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকাপ্টার দুর্ঘটনায় নিহত সবার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সম্মানিত করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিক। আমিন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।