নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ সভা
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প উপজেলা নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা অনুষ্ঠান হয়েছে। সোমবার(২০ মে) বেলা ১১টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ডাকসো ফাউন্ডশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনীল কুমার রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার সিএসও সভাপতি শেফালী বিজলীসহ সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় আলোচনায় বাল্য বিবাহ প্রতিরোধ, ওয়ার্ড সভা, জন্ম-মৃত্যু সনদ,
জেন্ডার সমতা, উম্মক্ত বাজেট, নারীবান্ধব বাজেট, ও সকলক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। গর্ভবতী ভাতা জন্য প্রয়োজনীয় কাগজপত্রাধিসহ ইউনিয়ন তথ্য কেন্দ্রে অনলাইন আবেদনের জন্য বলা হয়। এছাড়াও
জলবায়ু পরিবর্তনে তাপদাহ বাড়ার কারণে সকলকে দুইটি করে তাল গাছ রোপনে জন্য পরামর্শ দেওয়া হয়। হিট-স্ট্রোক সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় সংলাপে ডাসকো ফাউন্ডেশন’র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, বিভিন্ন কমিউনিটি থেকে আগত সিএসও সদস্য, ছাত্র-ছাত্রী, উপজেলা সিএসও সদস্য, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।