রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে: তানিয়া
অনলাইন নিউজ ডেক্স
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ‘সরকারের অপশাসনের কারণে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বেআইনিভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সরকার প্রজাতন্ত্রকে অনিরাপদ করে ফেলেছে। ফলে রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে; যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।’
শুক্রবার জেএসডির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবীর হিরুর শোকসভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তানিয়া রব বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র, মানবাধিকার, দুর্নীতি ও শ্রমিক অধিকার নিয়ে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানসহ অনেক ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে দেশ, যা আমাদের অগ্রগতিকে মারাত্মক হুমকিতে ফেলতে পারে। সুতরাং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের অপসারণ করাই জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং বিদ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে হুমায়ুন কবীর হিরু ছিলেন লড়াকু সৈনিক। চলমান গণবিরোধী ও নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদের মধ্যদিয়ে হুমায়ুন কবীর হিরুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, সহকর্মী আজিজুল হক, ছোট ভাই জিয়াউল কবির দুলু, ছোট ভাই জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট. ফাতেমা হেনা, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সাজু, আবদুল মান্নান মুন্সি প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।