রাজশাহীর কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার কর্ণহার মোড়ে অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: মাহবুল। সে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরমংলা আদর্শ গ্রামের মো: আব্দুর রেজ্জাকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসামি মো: মাহবুলের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। আজ ৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মাহবুল কর্ণহার থানার কর্ণহার মোড়ে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম সকাল পৌনে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি মাহবুলকে কর্ণহার মোড় থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।