শ্রীলঙ্কা নয়, নিজেদের নিয়ে ভাবছেন শান্ত
অনলাইন নিউজ ডেক্স
বিশ্বকাপ শুরু হওয়ার পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো বাংলাদশের মাঠে নামা হয়নি। অবশেষ আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোরে শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ মিশন। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে যথারীতি আশার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মাত্র ৭৭ রানে অলআউট হওয়ার পর ৬ উইকেটের হারে শুরু হয়েছে লঙ্কানদের বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে অতীত রেকর্ড সমৃদ্ধ হলেও মাঠে নামার আগে যে কিছুটা বাড়তি চাপ থাকবে হাসারাঙ্গাদের, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়।
বাংলাদেশ এই চাপের সুযোগটা নিতে পারবে কিনা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তার সোজাসাপ্টা জবাব, ‘তাদের মনে কী চলছে, কীসের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কথাই ভাবছি। আমাদের নিজেদের শক্তিমত্তার ওপরই আমরা খেলতে চাই। হ্যাঁ, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেনি। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না।’
সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে বাংলাদেশের সময় ভালো কাটছে না। সর্বশেষ যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর দলের আত্মবিশ্বাসে ব্যাপক চিড় ধরেছে। তবে শান্ত অতীত নিয়ে পড়ে থাকতে নারাজ, ‘অতীতে ভালো সময় যায়নি, কাল পুরোপুরি একটা নতুন দিন। আমরা জানি না কে ভালো খেলবে, কে দলকে জেতাবে। তবে আমরা সবাই দলকে জেতানোর জন্যে প্রস্তুত, ১৫ জনের সবার সে সক্ষমতা রয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দেবে- এমনটাই আশা অধিনায়ক শান্তর, ‘ব্যাটার যদি সেট হয়, সে যেন খেলাটা শেষ করে আসে, বোলার যদি ভালো বল করা শুরু করে সে যেন ওই চারটা ওভার ভালোভাবে বল করে। আমি আশাবাদী যে আমরা ভালোভাবে দিনটা কাজে লাগাতে পারব।’
বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ছয়টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।