নৌকাডুবির ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৪


কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ৭ম দিনে আইরিন (৯) নামে এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকাডুবির ঘটনায় এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বজরা ইউনিয়নের চরবজরা দক্ষিণ সাহাবুদ্দিনের ঘাটের পশ্চিম দিকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইরিন বজরা পশ্চিমপাড়া এলাকার আনিছুর রহমানের মেয়ে। এলাকাবাসী জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ৬ জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আইরিন নামের এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় আইরিন নামে এক শিশুর মরদেহ করা হয়।