নওগাঁয় বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত


বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় নওগাঁয় ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূ-গর্ভস্থ পানি রিচার্জ বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিকেএসএফ এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার ৬ জুলাই/২৪ বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিকেএসএফ এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদারসহ অন্যান্যরা। এছাড়া আরো কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, এনজিও’র প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নওগাঁ বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। সেই খরা প্রবণ এলাকায় খরা মোকাবেলা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানি রিচার্জ বৃদ্ধির জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এতে করে গৃহস্থালি কাজে ও কৃষি জমিতে সেচের পানির যোগান বৃদ্ধি করা হবে।