হামাসের আক্রমণে ইসরাইলি দুই ট্যাঙ্ক ধ্বংস ॥ ২ সেনা নিহত


অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর দুটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় দুই দখলদার সেনাও নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে ইরানভিত্তিক প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় শনিবার এসব হামলা চালায় হামাস। হামাস যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরাইলের দুটি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে। গেল বছরের নভেম্বর মাসে গাজায় হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশ’ ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। যদিও ইসরাইল দাবি করত, তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। হামাস জানিয়েছে, একটি ইসরাইলি সামরিক যানে থাকা দুই দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছে। এদিকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের অবস্থান করা ঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। -আলজাজিরা