মাঠে পুলিশ-আ‘লীগ, দাঁড়াতে পারলো না আন্দোলনকারীরা
অনলাইন নিউজ ডেক্স
সমন্বয়কদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে মাঠে নামতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
গতকাল সোমবার বেলা সাড়ে ৩ টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আন্দোলনকারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার খবরে সকাল থেকেই সেখানে কঠোর অবস্থান নেয় পুলিশ। বিকেল পৌনে চার টার দিকে আন্দোলনকারীদের কয়েকজন এসে মানববন্ধনে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেয় পুলিশ। এসময় ক্ষোভ প্রকাশ করে স্থান ত্যাগ করেন তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সহ-সমন্বয়ক তানজিল হোসেন মুনিব বলেন, আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিলো। এখানে দাঁড়িয়ে আমরা আমাদের বিভিন্ন দাবি পেশ করতাম। কিন্তু আমাদেরকে দাঁড়াতে দেয়া হলো না। ঐশর্য্য সরকার নামে আরেক আন্দোলকারী বলেন, নাগরিক হিসেবে এটি তীব্র অসম্মান। এর মাধ্যমে জনগণের যে চুক্তি সেটি ভঙ্গ করা হচ্ছে। আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এটি একটি গণতান্ত্রিক দেশে চলতে পারে না। পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দমানো যাবে না। তারা রাজপথে নেমে আসবেই।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির বলেন, বিগত দিনে দুষ্কৃতিকারীদের মাধ্যমে নাশকতা ঘটেছে। সেটার যেন পুনরাবৃত্তি না হয় এবং জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করার জন্যই আমরা সতর্ক প্রহরায় রয়েছি।
এদিকে নগরীর নাশকতা মোকাবিলায় নগরীর টাউন হল এলাকায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু নেতৃত্বে অবস্থান নেয় আওয়ামী লীগ-ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী শক্তি সন্ত্রাস-নৈরাজ্য করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি শতভাগ পূরণ হয়েছে। কেউ যদি সমাজে বিশৃংখলা করার চেষ্টা করে তাহলে আমরা আইনশৃংখলাবাহিনীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমরা শুনতে পাচ্ছি অরাজক শক্তি আরও নাশকতা করার পরিকল্পনা করছে। আবারও কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা সাংগঠনিকভাবে তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আ’লীগকে রুখে দাঁড়াতে হবে। সে জন্য সকল উপজেলায় দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।