নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু


নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার(৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. মাছুদুর রহমান। কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটোরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলের দায়িত্ব। এরই প্রেক্ষিতে নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য ৭ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রওশন আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা মির্জা সালাউদ্দিনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের সদস্যরা।