পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আলী
অনলাইন নিউজ ডেক্স
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলীকে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুক্রবার সংস্থাপন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আলী ১ অক্টোবর থেকে দেশের ৩৩তম প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব নেবেন।
বর্তমানে জেনারেল হেডকোয়ার্টার্সে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আলী। আগামী কয়েক দিনের মধ্যে সক্রিয় সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার কথা রয়েছে তার। তবে এর মধ্যেই আগামী ৩১ ডিসেম্বর থেকে ২০২৬ পর্যন্ত দুই বছর তিন মাসের জন্য চুক্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
লেফটেন্যান্ট জেনারেল আলী আর্টিলারি রেজিমেন্টের। তিনি ২০২২ সালের ডিসেম্বর থেকে QMG হিসাবে দায়িত্ব পালন করছেন। তার আগে, ২০২০ সালের নভেম্বরে জেনারেল হিসেবে পদোন্নতির পান তিনি। পূর্বে আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।