ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস
অনলাইন নিউজ ডেক্স
ইরানে প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য ছক কষেছে ইসরায়েল। তবে সেই পরিকল্পনা নিয়ে অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কেননা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কিছু গোপন নথিতে সেই হামলা পরিকল্পনার বিস্তারিত রয়েছে। আর সেই অতি গোপন নথিই ফাঁস হয়ে গেছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানপন্থি টেলিগ্রাম চ্যানেল মিডল ইস্ট স্পেকটেটরে ওই নথিগুলো ফাঁস হয়। নথিগুলোতে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে। তবে শুক্রবার থেকে অনলাইনে এসব নথি ছড়িয়ে পড়তে থাকে।
মার্কিন গণমাধ্যম ওই নথিগুলোর সত্যতা নিশ্চিত করেনি। আর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিসও এ নিয়ে মুখ খোলেনি। তবে সিএনএন জানিয়েছে, অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে মার্কিন কর্তৃপক্ষ।
ইসরায়েলেও এ নিয়ে হইচই পড়ে গেছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি একজন কর্মকর্তা জানিয়েছেন, নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র বলছে, নথি ফাঁস হয়ে যাওয়া উদ্বেগের তবে এতে ইরানে হামলার পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।