মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা।


মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে ৫ ব্যবসায়ীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয় টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম।জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার লোহারপুল বাজার ও উত্তর মহাকালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি ও সবজির দোকান সমূহে তদারকি করা হয়।উপজেলার লোহারপুল বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন না করায় মো: হৃদয় কে পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় কবির ঢালিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।এ সময় অপর অভিযানে উত্তর মহাকালী বাজারে মনিটরিং কালে দেখা গেছে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নিজাম মোল্লা কে এক হাজার টাকা ও জালাল মোল্লা কে পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রয় করায় মো: আজিম হাওলাদার কে ১ হাজার জরিমানা করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্য সচিব ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।আরো উপস্থিত ছিলেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তার প্রতিনিধি জেলা ট্রেনিং অফিসার ডা: ফারুক আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়াম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, আরাফাত ইসলাম প্রীতম, মাহমুদা আফরিন রজনী এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।