ট্রাম্পের পক্ষে গর্জে উঠলেন ওরি
অনলাইন নিউজ ডেক্স
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছিলেন লেডি গাগা, বিলি এলিশের মতো গায়িকারা। সেই জায়গায় ভারতীয় ওরি অবশ্য তীব্র আক্রমণ করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।
যুক্তরাষ্ট্রে সেলিব্রেটিদের একটি বড় অংশ কমলার সমর্থনে এগিয়ে এসেছেন। যদিও তাদের অধিকাংশই নারী। সে তালিকায় রয়েছেন লেডি গাগা, বিলি এলিশের মতো গায়িকারা। কিন্তু কমলায় যেন তীব্র আপত্তি বলিপাড়ার ওরির।
সম্প্রতি হ্যারিসের টিমের তরফে করা একটি পোস্টে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এ অভিনেতা। তিনি ভারতীয় নাগরিক। কিন্তু পড়াশোনা করেছেন নিউইয়র্কের একটি ফ্যাশন স্কুলে। এ ছাড়া সময়ে-অসময়ে ছুটি কাটাতে ছুটে যান মার্কিন মুলুকে।
মাত্র দুবছরে বলিপাড়ার তারকাদের মতো সমান জনপ্রিয় হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পান্ডে— এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের আশপাশেও দেখা যায় বলিপাড়ার এ উঠতি তারকাকে। যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, এ দেশে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর! তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অঙ্কটা নাকি দৈনিক ২০-৩০ লাখ, আবার কখনো কখনো ৫০ লাখ ছুঁয়ে ফেলে। তার জীবনযাত্রাও বেশ বিলাসবহুল।
এহেন ওরি সম্প্রতি কমলা এইচকিউ নামক ইনস্টাগ্রাম পেজের তরফে একটি পোস্টে বমির ইমোজি পোস্ট করেছেন। সেই পোস্টে আমেরিকার উপরাষ্ট্রপতিকে রেনবো ফ্ল্যাগ জ্যাকেট পরে থাকতে দেখা গেছে। তার এ মন্তব্য দেখে মনে হয় ওরি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ওরি সেই প্রসঙ্গে জবাব দেন— হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হবেন, না হলে আপনি আমেরিকাকে ভালোবাসেন না।
ডেমোক্র্যাট নেত্রী কমলার প্রচারে প্রথম থেকেই গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার উন্নতি। জলবায়ু পরিবর্তন রুখতে ইতিবাচক পদক্ষেপ করার ওপরেও জোর দিয়েছেন তিনি। তা ছাড়া বেকারত্ব কমাতে এবং বিভিন্ন পরিকাঠামোয় বিনিয়োগের ক্ষেত্রে জো বাইডেন সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, নিজের প্রচারে বারবার তা তুলে ধরেছেন কমলা।
অন্যদিকে গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নারী ভোটার ও তরুণ প্রজন্মকে পাশে পেতে চেয়েছেন হ্যারিস। ডেমোক্র্যাট এ নেত্রী জানিয়েছেন, ক্ষমতায় ফিরলে প্রথম দিনেই তার কাজ হবে জীবনযাপনের খরচ কমিয়ে আনা। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রভাব তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। চীনের বদলে ভারত থেকে আমদানিতে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে অনুমান।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।