শীতের আমেজ হরিণাকুণ্ডুতে
এম.টুকু মাহমুদ
রাত ভর আকাশ ছুঁয়ে পড়া কুয়াশার মকমলে থেকে বিন্দু বিন্দু শিশির কণা ফসলের ক্ষেত সহ জমছে ঘাসের ডোগায়। সম্প্রতি কয়েকদিন ধরেই কুয়াশার চাঁদরে ঢাকা পড়ছে রাত ও ভোরের প্রকৃতি। সূর্যোদয়ের পর মিষ্টি রোদ আর সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির মুক্ত দানার মতো জ্বল-জ্বল করছে। আর এভাবেই হেমন্তের কুয়াশা আর শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কয়েকদিন ধরেই সন্ধ্যার পর গ্রামাঞ্চলে হালকা শীত-শীত লাগছে। বলছি ঝিনাইদহ জেলার দক্ষিণ পশ্চিম বঙ্গের লালন বাঘা যতিনের জনপদ হরিণাকুণ্ডু উপজেলার কথা।
শীতের আগাম আমেজ মিলেছে এই অঞ্চলের হেমন্তে। গভির রাত থেকে খুব সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে গ্রামীন জনপদ। বইছে মৃদু হিমেল হাওয়া। হালকা ধরনের কম্বল বা কাথা জড়াতে হচ্ছে গ্রামাঞ্চলের রাতের বেলায়।
স্থানীয় ক্ষুদ্র যানবাহনের চালকেরা ও ট্রাক চালক হৃদয় হোসেন জানান, মধ্যরাতে সড়কে কুয়াশা পড়ছে। অনেক সময়ে রাতের শেষ প্রহরে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হয়। তবে শীত আসতে না আসতেই ঘন কুয়াশা দেখা গিয়েছে।
দুপুরে গরম মনে করিয়ে দিচ্ছে গ্রীষ্মকাল। প্রকৃতির এমন চেহারায় দেখা গেছে ভিন্নমাত্রা। এদিকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লের কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ (৫ নভেম্বর)মঙ্গলবার জানান, বর্তমান আবহাওয়া পরিবর্তন দেখা গেলেও এই অঞ্চলের জনপদে ঠাণ্ডা জনিত রোগ বালাই তেমনটা কোন প্রভাব পড়ে নি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।