নওগাঁয় ধান কেটে ৫ বিঘা খাস জমি উদ্ধার।


নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২৫ বছর অবৈধ দখলে রাখা প্রায় পাঁচ বিঘা খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া দখলমুক্ত করা হয়েছে জমির পাশের একটি পুকুর। মঙ্গলবার(১২নভেম্বর)১১ সকাল ১০টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পূর্ব খাপুর মৌজার ওই জমিতে লাগা ধান কেটে নিয়ে দখলমুক্ত করা হয় বলে জানান মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। জমি ও পুকুর দখলমুক্ত করার পর সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। এনায়েতপুর ও রাইগাঁ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোল বলেন, “ওই এলাকার আব্দুল হান্নান ও তার সহযোগীরা প্রায় ২৫ বছর ধরে এক একর ৫৫ শতক খাস জমি ও পুকুর অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছিল। “ধান কেটে নেওয়ার পর জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। জমি যেহেতু খাস, এতে ভূমিহীনদের অগ্রাধিকার থাকবে। আশ্রয়ণসহ সরকারের অন্যান্য প্রকল্পেও এটি ব্যবহার করা হতে পারে।” সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা বলেন, “দখলদারদের নানাভাবে নিষেধ করার পরও তারা জমিতে ধানের চারা রোপণ করেন। ধান কেটে নিয়ে জমি ও পুকুর দখলমুক্ত করেছি।” উদ্ধার করা জমির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।