নওগাঁর আত্রাইয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও সঞ্চিতা বিশ্বাস।
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় বিশা ইউনিয়নের সমসপাড়া ও পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সঙ্গে উন্নয়ন মূলক প্রকল্প রাস্তা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো. এমরান হোসেন, বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম,ইউপি সদস্য মো. শিপন প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।