বিদেশ যাওয়ার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার


সুনামগঞ্জের ছাতকে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের মরহুম আব্দুল মালিকের ছেলে।গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিদেশে চলে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হন।ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মুন্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।