ইশিদেত এ্যাওয়ার্ড পেলেন জাহেদী


ইন্ডাষ্ট্রিয়াল ফার্মেসি এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিং খাতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ইশিদেত এ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন ওষুধ খাতের অন্যতম উদ্যোক্তা মো.নাসের শাহরিয়ার জাহেদী।বৃহস্পতিবার ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সিউলে অনুষ্ঠিত ফেডারেশন অফ এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (এফএপিএ) ৩০তম কংগ্রেসে তাকে এই এ্যাওয়্যার্ডে ভূষিত করা হয়।উদ্ধৃতিপত্রে উল্লেখ করা হয়েছে যে, জাহেদী এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এফএপিএর সভাপতি ড.ইয়োলান্ডা রোবেলস জাহেদীর হাতে এওয়ার্ডটি তুলে দেন।কোরিয়া সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী, কোরিয়ার এফডিএর মহাপরিচালক, এবং ২৪টি এশীয় রাষ্ট্রের দুই হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিনিধিদের উপস্থিতিতে এই এওয়ার্ডটি গ্রহণ করেন তিনি।