অশালীন ভঙ্গিতে ছবি তুলতে রাজি না হওয়ায় নাবালিকা মডেলকে চড়
অনলাইন নিউজ ডেক্স
এক নাবালিকাকে অশ্লীল ভঙ্গিতে ছবি তোলার জন্য জোর করতে থাকেন অভিযুক্ত ফোটোগ্রাফার। নাবালিকা সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে তাকে সপাটে চড় মারেন।চলতি মাসের শুরুতে গল্ফগ্রিনে ঘটনাটি ঘটেছে। ওই ফোটোগ্রাফারের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২ নভেম্বর। অভিযোগ, গল্ফগ্রিনে এক নাবালিকাকে আপত্তিকর পোশাকে, অশালীন ভঙ্গিতে ছবি তোলার জন্য জোর করতে থাকেন অভিযুক্ত। কিশোরী কোনও ভাবেই তাতে রাজি হয়নি। বার বার অনুরোধের পরেও প্রত্যাখ্যান করলে শেষমেশ রাগের মাথায় তাকে সপাটে চড় মেরে বসেন যুবক। এর পরেই ফোটোগ্রাফারের বিরুদ্ধে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অয়ন দাস। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে ওই যুবককে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারা অনুযায়ী একটি নোটিস পাঠিয়েছে পুলিশ। তাঁকে থানায় হাজিরা দিতেও বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত চলছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।