সদস্য হতে ইচ্ছা পোষন করলে ভালো ভাবে নিচের তথ্য পড়ার অনুরোধ করা যাচ্ছে-
আসসালামু আলাইকুম
প্রিয় সহযোদ্ধা,
আপনাকে হিউম্যানিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাগতম। আমরা অত্যান্ত আনান্দ উপভোগ করছি আপনাকে আমাদের সাথে পেয়ে। দৈনিক ডোনেট বাংলাদেশ হিউম্যানিটি ফাউন্ডেশন এর অঙ্গ সংগঠন। হিউম্যানিটি ফাউন্ডেশন এর অঙ্গ সংগঠনগুলি হচ্ছে-
দৈনিক ডোনেট বাংলাদেশ ২০১৬ সাল থেকে নিয়মিত প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ও ২০২৩ সালে প্রিন্ট ভার্ষণের আবেদন করা হয়েছে যা অুনুমোদনের অপেক্ষায় আছে। ডোনেট বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা বর্তমানে ৫০ জেলা প্রতিনিধি ও ১৩৭ জন উপজেলা প্রতিনিধি সহ মোট ২০৭ জনের বিশাল পরিবার।
প্রতিবছর নভেম্বর মাসে বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে সকল প্রতিনিধির কার্যক্রমের উপরে তাদের পুরস্কৃত করা হয়ে থাকে এবং সেই সাথে প্রত্যেকের কার্ড নবায়ন করা হযে থাকে। সকল সদস্য তাদের নিজ নিজ স্থান থেকে হিউম্যানিটি ফাউন্ডেশন এর কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে থাকেন। তাদের সহযোগীতার অর্থ দিয়ে সমাজের অবহেলিত মানুষের সেবা প্রদান করা হয় (ফাউন্ডেশন এর ওয়েবসাইট ভিজিট করলে আমাদের কার্যক্রম সর্ম্পকে জানতে পারবেন)।
হিউম্যানিটি ফাউন্ডেশন এর সদস্য হিসেবে যুক্ত হতে হলে নিম্নের সদস্য ফরম পূরন করে সদস্য চাঁদা পরিশোধ করতে হবে।
# আজীবন সদস্য বাৎসরিক চাঁদা– ১০,০০০/-
# উপদেষ্টা বাৎসরিক চাঁদা– ৫,০০০/-
# সদস্য বাৎসরিক চাঁদা– ২৫০০/-
[প্রত্যেক সদস্য মানবিক কাজের জন্য প্রতিমাসে মাসিক চাঁদা ২০০/- প্রদান করে থাকেন]
দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার সদস্য হিসেবে যুক্ত হতে হলে নিম্নের সদস্য ফরম পূরন করে সদস্য চাঁদা ২০০০/-পরিশোধ করতে হবে। বিকাশ/নগদ/রকেট 01711210222 (পারসোনাল)
[contact-form-7 id=”ea98596″ title=”membership”]