অস্ট্রেলিয়াকে বেশি দূর দৌড়াতে দিলো না ভারত
অনলাইন নিউজ ডেক্স

দিল্লীতেও ব্যাট হাতে সুবিধা করতে পারলো না অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে ২৬৩ রানেই থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ ৮১ রান আসে উসমান খাজার ব্যাটে, ৭২ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। বিপরীতে মোহাম্মদ শামি শিকার করেন ৪ উইকেট, তিনটি করে উইকেট নেন রাবিন্দ্র জাদেযা ও রবিচন্দ্রন আশ্বিন।এই দিন টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ৯১ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া, ১৫ করে শামির শিকার হন ওয়ার্নার। যখন মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকে হাঁটছে অজিরা, তখনই আশ্বিনের জোড়া আঘাত। লাবুশানে ১৮ ও স্মিথ ফিরেন কোনো রান না করেই। ১২ রান করে ট্রাভিস হেডও ফিরেন দ্রুত। অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ১০৮।সেখান থেকে উসমান খাজার সঙ্গী হন হ্যান্ডসকম্ব। দুজনে মিলে এগিয়ে নিয়ে যান দলের সংগ্রহ। তাদের ৫৯ জুটি ভাঙে খাজার বিদায়ে, জাদেযার শিকার হন তিনি। পরের ওভারেই ০ রানে ফিরেন এলেক্স ক্যারি। এরপর অবশ্য কামিন্সকে সাথে নিয়ে ফের ৫৯ রানের জুটি গড়েন হ্যান্ডসকম্ব। জোড়া আঘাতে জুঠি ভাঙেন জাদেযা, ৩৩ রান করা কামিন্স ও ০ রানে ফেরান মারফিকে।এরপর লায়নের সাথে ১৯ ও ম্যাথু খুনেমানের সাথে ১৭ রানের জুটি গড়েন হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৬৩ রানে, ৭২ রানে অপরাজিত থাকেন হ্যান্ডসকম্ব।জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২১ রান তুলে দিন শেষ করেছে ভারত। রোহিত শর্মা ১৩ ও লোকেশ রাহুল অপরাজিত আছেন ৪ রানে। ভারত এখনো ২৪২ রানে পিছিয়ে আছে।
