আইফেল টাওয়ার সেজে উঠল ইউক্রেনের পতাকার রঙে


আইফেল টাওয়ার সেজে উঠল ইউক্রেনের পতাকার রঙে
রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীতে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে বৃহস্পতিবার ইউক্রেনের পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার। সূর্যাস্তের পর পরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক, ফরাসি রাজধানীর এই টাওয়ারটি। খবর এএফপির।ওপরের অংশে নীল আর নিচে হলুদ আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে।এদিকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর প্রতিশ্রুতি অনুযায়ী এএমএপ-১০ সাঁজোয়াযানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে প্রদান করা হবে।