আত্রাইয়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে


আত্রাইয়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে
নওগাঁর আত্রাইয়ে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। সকালের শুরু হতেই সূর্যের তেজ বাড়তে থাকে। ভাদ্র মাস পেরিয়ে আশ্বিনের সপ্তাহ শেষ। শরৎকাল এসময়ে এমন ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে একটু শীতল হাওয়া যেন ডুমুরেরফুল। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে থাকলে ও বাতাসে আদ্রতা বেশি থাকায় প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। এর সাথে যোগ হয়েছে ঘনঘন বিদুৎ লোড শেডিং বাড়িয়েছে চরম ভোগান্তি । ঘরে বাহিরে সবখানেই এতটা গরম যে স্বস্তি মিলছেনা কোন কিছুতেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গরমের এই অস্বস্তি পোহাতে হবে আরো বেশ কয়েকদিন। হঠাৎ এমন ভ্যাপসা গরম ও তাপ প্রবাহে ছিন্নমূল শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভগ। অনেকেই ছাতা মাথায় ব্যাবহার করে সারছেন প্রয়োজনীয় টুকিটাকি কাজ। ভ্যানচালক মনির বলেন গরমে রাস্তায় লোকজন কম ভ্যানগাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে তবুও জীবিকার তাগিদে চালাতে হচ্ছে। চা দোকানি আলম বলেন ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা এরমধ্যে বিদুৎ বিভ্রাট স্বস্তিতে বসে চা খাবে সে উপায় ও নেই তাই বেচাকেনা একদম কম। এমন পরিস্থিতি তে গ্রাম্য চিকিৎসক মোস্তাফিজুর বেশি বেশি পানি পান এবং রোদের তাপ পরিহার করার পরামর্শ দিয়েছেন।