আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
              
                  
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ এর তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি,আগ্ৰগতি এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন,উপজেলা বিএনপি\'র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর,
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু,মো.আফিল উদ্দিন, 
সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান,অবসরপ্রাপ্ত অধ্যাপক দীন মোহাম্মদ,ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান সহ
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ। 
দিনের কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে বলে জানাগেছে ।				   
				   				 
			   
          
                   