আমন ধান-চাল সংগ্রহের সময় বাড়ল


আমন ধান-চাল সংগ্রহের সময় বাড়ল
আমন ধান ও চাল সংগ্রহের সময় সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ মার্চ পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।গতকাল মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে আগামী ৭ মার্চের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ ধান ও চাল সংগ্রহ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।চলতি মৌসুমে কৃষককের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে চাল এবং ২৮ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এই দরে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৫ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ নভেম্বর থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়। গত ২৮ ফেব্রয়ারির মধ্যে এই ধান-চাল সংগ্রহের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। কিন্ত নির্ধারিত সময়ে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, নির্ধারিত ৫ লাখ টন চালের ৮২ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। তবে নামমাত্র ধান সংগ্রহ হয়েছে। এর পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টনের মতো।খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক রায়হানুল কবীর সমকালকে বলেন, সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। আগামী পাঁচ দিনে সংগ্রহ শতভাগ হয়ে যেতে পারে।এদিকে ধানের সংগ্রহ এত কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার মূলত কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে। কৃষকরা অন্যদের কাছ থেকে ন্যায্য দাম পাচ্ছেন, তাই তারা অন্যত্র ধান বিক্রি করছেন।