আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? প্রশ্ন কাদেরের


আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? প্রশ্ন কাদেরের
বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। তা হলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব?শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব; তাই তারা ষড়যন্ত্র নামে চোরাগলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।’ওবায়দুল কাদের বলেন, ‘একটা নির্বাচন সামনে, আমাদের পাঁচ বছর পূর্ণ হতে চলছে, নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী আমাদের ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন হওয়ার কথা।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আমাদের দেশে রাজনীতিতে, ইলেকশন এলেই দেখা যায় একটা শঙ্কা, নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়।’যৌথ এ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।