ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে গুলি চালিয়েছে, দাবি মস্কোর
অনলাইন নিউজ ডেক্স
ইউক্রেনের সৈন্য রাশিয়ায় ঢুকে বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করে বলেছে এটা ‘ইচ্ছাকৃত উসকানি’।
রাশিয়ার ভাষ্য, ইউক্রেন সীমান্ত ঘেঁষে তাদের এলাকায় ইউক্রেনীয় সেনারা নিয়মিত গোলা ছোড়ে।
রাশিয়ার আরেকটি সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর রোমান স্তারোভয়েত বলেন, ইউক্রেনের ছোড়া গোলায় তেতকিনো গ্রামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মস্কোর এফএসবি সিকিউরিটি সার্ভিস জানায়, ইউক্রেন সীমান্তঘেঁষা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিমোভস্কি জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে ‘প্রচুর বিস্ফোরক’ দেখা গেছে।
রাশিয়ার এমন দাবির কিছু সময় পরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, হামলাকারীরা ‘নব্য নাৎসি ও সন্ত্রাসী’। যারা আজ আরও একটি সন্ত্রাসী হামলা চালাল। সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি ছুড়ল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথম মুখোমুখি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানে ব্লিঙ্কেন রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানান। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে হামলার এ অভিযোগ করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।